
নিউইর্য়ক প্রতিনিধি ঃ নিউইর্য়কে সন্ত্রাসীর গুলিতে নিহত বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসার দিদারুল ইসলামের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার সকালে পার্কচেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয় I (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
সিলেটের কৃতি সন্তান মৌলভীবাজার জেলার কুলাউড়া সন্তান নিউইয়র্কে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার দিদারুল ইসলামের জানাজা আজ ব্রংক্সের পার্কচেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। হাজারো মানুষ ও প্রায় ২০ হাজার পুলিশ সদস্য ও কর্মকর্তার অংশগ্রহণে তাঁর প্রতি গার্ড অব অনার ও ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
তার মূর্তু্যতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্ত্রীর চোখে অশ্রু, সন্তানের কণ্ঠে প্রশ্ন—“বাবা কোথায়?” তাঁর এই মৃত্যু শুধু এক অফিসারের নয়, এক স্বামী, এক বাবা, এক ছেলের হারানোর বেদনা। আমরা এসএস এল পরিবার তাঁর আত্মার মাগফিরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।




Leave a comment