
নিউইর্য়ক প্রতিনিধি ঃ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে পুরো নিউইর্য়ক নগরী যেন শোকে নিমজ্জিত ।যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এবং সর্বস্তরের স্বাধীনতাকামী মানুষের ঢল নেমেছিলো শোক সমাবেশ ও তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর জন্য ।নিউইয়র্ক শহরের কুইন্স , জামাইকা , ব্রন্ক্স , ব্রকলিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় ।এই সব এলাকায় মিলাদ মাহফিল, কাঙ্গালী ভোজের , ও শোক র্যালির আয়োজন করা হয় ।

জাতির জনক বঙ্গবন্ধু ও পরিবারের সদস্যসহ নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিউইয়র্কে ডাইভারসিটি প্লাজার সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা , দোয়া মাহফিল এবং তবারক বিতরন করা হয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, ভার্তৃপ্রতিম ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন ও বক্তব্য রাখেন। ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এর সন্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ডাঃ মাসুদুল হাসান , আব্দুল হাসিব মামুন , মুজিবুর রহমান মিয়া , শাহীন আজমল , রফিক রহমান রফিক ,এমদাদ চৌধুরী সহ সহয়োগী সংগঠন ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।জামাইকা ও বর্ন্ক্সে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ এই সব শোক সভায় অংশগ্রহণ করেন ।



Leave a comment