
নিউইয়র্ক প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা জনাব মোহাম্মদ আলী আরাফাত বলেন “ কয়েক মাস আগে আমি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই দাবি তুলেছেন। প্রশ্ন উঠছে – আমরা তো তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিরুদ্ধে ছিলাম, তাহলে এখন কেন তা চাইছি?
উত্তর খুবই স্পষ্ট। নীতিগতভাবে আমরা এখনো তত্ত্বাবধায়ক সরকারের বিরোধী, কারণ এটি সংবিধান ও গণতন্ত্রের মৌলিক নীতির পরিপন্থী। যদি দেশে একটি নির্বাচিত ও বৈধ সরকার থাকতো, তবে তত্ত্বাবধায়কের কোনো প্রয়োজন ছিল না।
কিন্তু আজ বাস্তবতা ভিন্ন। বর্তমানে দেশের ক্ষমতা দখল করেছে একটি অনির্বাচিত, অরাজনৈতিক ও অবৈধ সরকার। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হলে অবিলম্বে এই দখলদার সরকারকে বিদায় করে একটি নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হবে।
তত্ত্বাবধায়ক কখনো নির্বাচিত রাজনৈতিক সরকারের বিকল্প নয়। তবে ইউনূসের অবৈধ সরকারের বিকল্প হিসেবে এখন তত্ত্বাবধায়ক সরকারই একমাত্র পথ।
- সূত্র ঃ বাংলাদেশ আওয়ামীলীগের বেরিফাইড পেইজ

Leave a comment