https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961


—————————————————————
নিউইয়র্ক অবস্হানকালীন সময়ে যেখানে ইউনুস সেখানে প্রতিরোধ গড়ে তুলতে নীচের কর্মসূচি অনুযায়ী সবাইকে যথা সময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে ।


২২শে সেপ্টেম্বর নিউইয়র্ক জেএফকে (টার্মিনাল ৮ )এয়ারপোর্টে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন।
**২৬শে সেপ্টেম্বর জাতিসংঘের সম্মূখে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন ।
**যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও আওয়ামীলীগ পরিবারের অন‍্যান‍্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে সংযুক্ত হয়ে তীব্র প্রতিরোধ গড়ে তুলুন।
**শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সকল সদস‍্যকে যথাসময়ে উপস্থিত হয়ে কর্মসূচি কে সফলমন্ডিত করে তুলার জন‍্য বিশেষ ভাবে অনুরোধ জানানো যাচ্ছে।


অনুরোধ ক্রমে
মহিউদ্দিন দেওয়ান
(আহ্বায়ক)
শেখ আতিকুল ইসলাম।
(সদস‍্য সচিব)।
বিঃদ্রঃ যতদিন বঙ্গবন্ধুর কন‍্যা জননেত্রী শেখ হাসিনা স্বসম্মানে দেশে ফিরে যেতে না পারবেন ততদিন শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের আন্দোলন অব্যাহত থাকবে এটাই আমাদের অঙ্গীকার।

Leave a comment

Trending