
নিউইয়র্ক প্রতিনিধি ঃ গতকল্য রাত ৮ ঘটিকায় নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে এনসিপি নেতা আক্তারের উপর ডিম নিক্ষেপ করা যুক্তরাস্ট্র যুবলীগ নেতা মিজানুর রহমানকে জামিনে মুক্তি দিয়েছে নিউইয়র্ক আদালত তার মুক্তির জন্য শত শত নেতা কর্মী সকাল থেকে। আদালতের সামনে অপেক্ষা করছিলেন । অবশেষে সকন আনুস্টানিকতা শেষে রাত ৮ ঘটিকায় তাকে জামিনে মুক্তি দেয় নিউইয়র্ক আদালত ।

এ সময় তাকে আদালত থেকে বের হওয়ার পর শত শত নেতা কর্মী ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।শত শত নেতা কর্মীর সামনে তিনি আবেগগন বক্তব্য রাখেন । এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইবে যুক্ত হয়ে জনাব মিজানের সাথে কথা বলেন । এ সময় উপস্হিত নেতা কর্মীদের মাঝে প্রানের সন্চার হতে দেখা যায় ।সকল নেতা কর্মী তাদের নেত্রীর কাছে শপদ গ্রহন কপে বলেন , প্রিয় নেত্রী আপমাকে দেশে না ফেরানো পর্যন্ত আমরৈ যুক্তরাস্ট্র আওয়ামীলীগ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব । এ সময় শেখ হাসিনা তাদের এই সাহসি ভূমিকার জন্য ধন্যবাদ দানান ।

সভাস্হলে এ সময় আর ও উপস্হিত ছিলেন যুক্তরাস্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান , যু্ক্তরাস্ট্র আওয়ামীলীগ (প্রশ্চিম ) সভাপতি ডা. রবিউল আলম , আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, নিউইয়র্ক স্টেইট আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মজিবুর রহমান মিয়া , সাধারন সম্পাদক শাহীন আজমল , মহানগর সাধারন সম্পাদক এমদাদ চৌধুরী , যুক্তরাস্ট্র আওয়ামীলীগের দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকি , যুক্তরাস্ট্র আওয়ামীলীগের প্রবাসী কল্যান সম্পাদক সোলেমান আলী , যুক্তরাস্ট্র আওয়ামীলীগ নেতা মিসবাহ আহমেদ , মহানগর সহ সভাপতি চণ্চল , মাসুদ সিরাজী , শ্রমীকলীগের সাধারন সম্পাদক জুয়েল আহমেদ , বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব জোয়ারদার , নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাখাওয়াত আলী , মহানগর সহ সভাপতি শাহ সেলিম ,যুক্তরাস্ট্র আওয়ামীলীগ নেতা ফরিদ আলম , দুরুদ মিয়া রনেল , নাফিকুল ইসলাম তুরান , শ্যামল চন্দ্র , শাহানারা রহমান , যূবলীগ নেতা জামাল হোসেন , মাহমুদুর রহমান , স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল , সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া জামান , ছাত্রলীগ নেতা হ্রদয় মিয়া প্রমূখ ।




Leave a comment