
নিউইয়র্ক প্রতিনিধি ঃ আজ শুক্রবার, নিউইয়র্কে “শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্র’র “সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশের আওয়ামীলীগের সভাপতি ,প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ।


সংগঠনের আহ্বায়ক বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি ও যুক্তরাস্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব ও নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম ,যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত বিশ্বাস , যুগ্ম সদস্য সচিব নুরুজ্জামান সরদার ও জুয়েল আহমেদের যৌথ পরিচালনায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন । সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় ।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার বক্তব্যে বলেন , “ ইউনুস একজন দুর্নীতিবাজ ব্যক্তি, আমিই তাকে গ্রামীন ব্যাংক প্রতিস্টার জন্য ৪০০ কোটি টাকার ফান্ড দিয়েছিলাম যাতে সে গ্রামের প্রান্তিক পর্যায়ের গরিব মহিলাদেরকে সহায়তা দিয়ে স্বাবলম্বী করতে পারে । তিনি আর ও বলেন , আমিই তাকে গ্রামীন টেলিকমের মালিকানা দিয়েছিলাম কিন্তু সে কোন গরিব মানুষকে এই প্রতিষ্ঠানের লাভাংশের সাথে সম্পৃক্ত করে নি । সেই সব অর্থ আত্মসাৎ করেছে । তিনি দেশ ও প্রবাসে সবাইকে ড. ইউনূসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জোড়ালো আহ্বান জানান । তিনি বলেন আপনারা মনোবল শক্ত রাখুন আমি দেশে ফিরবোই ইনশাআল্লাহ ।

অনুস্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ দক্ষিন অঞ্চলের সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান , দক্ষিনের সভাপতি ডাঃ রবিউল আলম , সাধারণ সম্পাদক শফিকুল আলম বরকত , ব্যরিস্টার নিঝুম মজুমদার, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ মাসুদুল হাসান , সংগঠনের প্রথম সদস্য ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন , উপদেষ্টা পরিষদের সদস্য হিল্লাল কাদির বাপ্পা , উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোজাহিদুল ইসলাম , জালালাবাদ সোসাইটির সাবেক সভাপতি বদরুল খান ।

সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন , সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন, সদস্য আলী গজনবী , আব্দুল ওয়াহাব জোয়ারদার , যুগ্ম আহ্বায়ক হাসান জিলানী , সদস্য নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ আতিকুল ইসলাম, হুমায়ুন চৌধুরী, শ্যামল দত্ত,কামাল হোসেন রাকিব , এইচ এম ইকবাল , গোলাম কিবরিয়া জামান , জাফর আহমেদ , নুরুল তালুকদার নাহিদ , মোর্শেদা জামান , জুয়েল লস্কর , ফারিজা আরবি , মাহমুদুল হাসান সহ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের বিভিন্ন স্টেটের সভাপতি সাধারন সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ ।



Leave a comment