https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

নিউইয়র্ক প্রতিনিধি ঃ নিউ ইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে হারিয়ে ইতিহাস গড়েন ডেমোক্র্যাট পার্টি সমর্থিত এই রাজনীতিক।

নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ৩৪ বছর বয়সী মামদানি পেয়েছেন ১০ লাখ ১৮ হাজারের বেশি ভোট, যা মোট ভোটের প্রায় ৫০ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমো পেয়েছেন ৮ লাখ ৪১ হাজারের মতো ভোট (৪১.৬%)। অপরদিকে রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া পান প্রায় ১ লাখ ৪৫ হাজার ভোট (৭.১%)।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। বাংলাদেশ সময় অনুযায়ী এটি বুধবার সকাল ৮টায় শেষ হয়। ভোট শেষ হওয়ার অল্প সময় পরই বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) মামদানির জয় নিশ্চিত করে।

নিউইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশন জানায়, এবার ভোটার উপস্থিতি ছিল রেকর্ড মাত্রা—১৯৮৯ সালের পর প্রথমবার ২০ লাখের বেশি ভোটার ভোট দিয়েছেন।

মামদানির স্ত্রী ২৭ বছর বয়সী ব্রুকলিনের সিরিয়ান শিল্পী রামা দুয়াজি, যার সাথে ডেটিং অ্যাপ “হিঞ্জ” এর মাধ্যমে তার পরিচয় হয়েছিল। তাঁর মা ভারতীয় মীরা নায়ার একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং বাবা অধ্যাপক মাহমুদ মামদানি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তাঁর বাবা-মা দুজনেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

Leave a comment

Trending