
নিউইয়র্ক প্রতিনিধি ঃ ১৯৭৫ সালের ৩রা নভেম্বর রাতের আঁধারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে । দিনটি জাতির ইতিহাসে একটি বেদনাবিধুর দিন ।

শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্ট সকল শহীদদের স্মরণে, জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ, ২১ আগস্ট গ্রেনেড হামলা সহ বিভিন্ন সময়ে দেশের জন্য যাঁরা অকাতরে জীবন দিয়েছেন সকলের স্মরনে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এবং দোয়া করা হয় ।

সংগঠনের আহ্বায়ক মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব নুরুজ্জামান সরদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত বিশ্বাস , যুগ্ম সদস্য সচিব জুয়েল আহমেদ,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইকুল ইসলাম, সংগঠনের সদস্য এইচএম ইকবাল, সৈয়দ কিবরিয়া জামান, জয়নাল আবেদীন জয়, জাহাঙ্গীর এইচ মিয়া , আহমেদ নুর আবির, বাসির আহমেদ, দেওয়ান হাসান, হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
সূত্র ঃ প্রেস বিজ্ঞপ্তি
প্রসার সেল , শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্র

Leave a comment