https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃসকালের ভূমিকম্পে নরসিংদীর গাবতলী এলাকায় বাসা থেকে দৌড়ে বের হতে গিয়েই ঘটে যায় ট্র্যাজেডি। পুরোনো সানশেড ভেঙে পড়ে ১১ বছরের ছোট্ট ওমর আর তার বাবার ওপর। মানুষ ছুটে এসে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।কিন্তু ভাগ্য থেমে গেল সেখানেই।

দুপুরে মারা যায় শিশু ওমর। কয়েক ঘণ্টা পর জীবনযুদ্ধ হেরে চলে যান তার বাবা—উল্ল্যাশ হোসেন (৪০)।এক দিনের ভেতর একই পরিবারে দুই কবর… দুইটা শূন্যতা… দুইটা ধ্বংস।

ওমর মাদ্রাসায় হিফজ পড়তো। বাবা ছিলেন অফিস সহকারী। তাদের স্বপ্ন ছিল ছোট্ট—পরিবারটা যেন একটু ভালো থাকে, একটু নিরাপদ থাকে। কিন্তু এক ফাটল ধরা সানশেড এক নিমিষে শেষ করে দিল সব হিসাব।

আজ প্রশ্ন শুধু—দোষ কার? ভবনের? অবহেলার? নাকি আমাদের অগোচরে বয়ে বেড়ানো ঝুঁকির?

এই মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়—এটি আমাদের নিরাপত্তা ব্যবস্থার বড় একটি সতর্কবার্তা।

Leave a comment

Trending