
জাতীয় ডেস্ক ঃ পুরান ঢাকায় স্ট্রোকে মেয়ের মৃত্যু,তার ঠিক ৫ ঘণ্টা পর আইসিইউ তে বাবার নিস্তব্ধ প্রস্থান—এ যেন হৃদয়ের ওপর পাহাড়সম ধাক্কা।
যে বাবা সারা জীবন মেয়েকে বুকের ভেতর আগলে রেখেছিলেন, সেই বাবাই মেয়ের শেষ নিঃশ্বাসের শোক সইতে না পেরে নিজেও পথ ধরলেন চিরবিদায়ের।
মেয়ের সাথে বাবার হৃদয়ও যেন থেমে গেল—
একই দিনের দুইটি জানাজা, একই শোকে ভেঙে পড়া পরিবার, আর নিঃশব্দ কান্নায় ভেজা পুরান ঢাকার বাতাস।
এমন ভালোবাসা শুধু অনুভব করা যায়… ভাষায় বলা যায় না।

Leave a comment