

নিউইয়র্ক প্রতিনিধি ঃ বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অপ্রত্যাশিত উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী যখন বক্তৃতা দেওয়ার জন্য মঞ্চে ওঠেন, তখন তার বক্তব্যের সময় নেতা-কর্মীরা তাকে বক্তৃতা দেয়ার সুযোগ দেয়াকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন এবং তার বক্তব্যের তীব্র বিরোধিতা করেন।
এই বিক্ষোভের মূল কারণ হিসেবে কর্মীরা অভিযোগ তোলেন যে- বিগত সময়ে মোহাম্মদ আলী সিদ্দিকী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লাইসেন্স নিয়ে জামায়াত-বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে অংশীদারিত্ব করে বিপুল অঙ্কের অর্থনৈতিক দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। আরও অভিযোগ উঠেছে যে, তার পরিবার জামায়াতের অন্যতম বড় অর্থ যোগানদাতা প্রতিষ্ঠান ‘মুনা’র সঙ্গে সংশ্লিষ্ট।
এসব অভিযোগের প্রেক্ষিতে কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানটি হঠাৎ অশান্ত হয়ে ওঠে। এ ঘটনা নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।এ সময় মন্তে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন । পরবর্তীতে সিনিয়র নেতৃবৃন্দ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যস্হতায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানাগেছে ।
তবে সভায় হাতাহাতি নিয়ে আমাদের প্রতিবেদকের সাথে কথা হয় এক যুবলীগ নেতার । নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান , মূলত দুটি বিষয় এখানে কাজ করেছে সে গুলো হলো জনাব মোহাম্মদ আলী সিদ্দিকীকে বক্তব্য দেওয়ার সুযোগের প্রতিবাদ আর দ্বিতীয়ত হচ্ছে জনাব সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্র আওয়ামীলীগে যে সকল অসাংগঠনিক ও অবৈধ পদ পদবী বিতরন করেছেন সেই সকল পদ পদবী ধারী নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে মূল্যায়িত হন নি । এতে করে তারা অপমানবোধ থেকে অনুস্টানে বিশৃঙ্খলা সৃস্টির চেস্টা করেছিলেন কিন্তু অধিকাংশ নেতা কর্মী এই সব অবৈধ পদপদবীর বিরুদ্ধে থাকায় তারা সুবিধা করতে পারেন নি ।
পরবর্তীতে এই অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা অনলাইনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন ।
শেখ হাসিনার ভাষন শেষে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা । এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান , সাধারণ সম্পাদক আব্হদুস সামাদ আজাদ , সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন , দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী,মহানগর সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ , স্বেচ্ছাসেবকলীগ , মহিলা আওয়ামী লীগ , শ্রমিক লীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন ।





Leave a comment