https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

নিউইয়র্ক প্রতিনিধি ঃ বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে শেখ হাসিনা স্বদেশ প্রত‍্যাবর্তন সংগ্রাম পরিষদ যুক্তরাস্ট্র কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন , এখন আর বসে থাকার সময় নেই , যুক্তরাষ্ট্র আওয়ামীলীগকে আবার ও সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশ থেকে ফ‍্যাসিস্ট ইউনুস ,জামাত ও বিএনপি সকল বাংলাদেশ বিরোধীদের কনডেম করে দেশকে আবার ও উদ্ধার করতে হবে । জনাব সিদ্দিকুর রহমান দীর্ঘদিন পর শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলি বলেন । বহুদা বিভক্ত যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের মূল কমিটির সকল নেতৃবৃন্দ ঐ সভায় উপস্থিত ছিলেন। মূল যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সবাই উপস্থিত থাকায় অনুস্টানটি যেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের মিলন মেলায় পরিণত হয় । সকল ভেদাভেদ ভুলে সকল গ্রোপের নেতা-কর্মীরা গতকালকের ঐ সভায় উপস্থিত হয়েছিলেন যা আবার ও ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কার্যক্রম শুরুর একটি বড় সুযোগ বলে মনে করছেন


আলোচনা সভাটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে হলে ও সকল বক্তৃাদের বক্তব্যের মূল আলোচনাই ছিলো ঐক্য বদ্ধ আওয়ামীলীগ আগামী দিনের কার্যক্রমকে কেন্দ্র করে । সকল বক্তারাই দ্বিধা বিভক্ত না থেকে ঐক্যবদ্ধ হয়ে মূল কমিটিকে নিয়ে নতুন করে সম্প্রসারণের মাধ্যমে কমিটিকে পূর্ণ গঠন করে ত‍্যাগী ও সাংগঠনিক লোকদের নিয়ে কার্যক্রম পরিচালনার জন‍্য সভাপতি সিদ্দিকুর রহমানের প্রতি আহ্বান জানান । জনাব সিদ্দিকুর রহমান তার বক্তব্যে , অনতিবিলম্বে সবাইকে নিয়ে বসে একটি কার্যকর সমাধানে পৌঁছানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

সংগঠনের আহ্বায়ক জনাব মো মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে ও মহা সচিব শেখ আতিকুল ইসলাম যুগ্ম মহাসচিব নুরুজ্জামান সরদার ও জুয়েল আহমেদের যৌথ সঞ্চালনায় , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন , আব্দুর রহিম বাদশা , বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি ,মহানগর সাধারন সম্পাদক এমদাদ চৌধুরী, সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত বিশ্বাস, ।

অন‍্যন‍্যদের মধ‍্যে বক্তব‍্য রাখেন , যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. শাহ বক্তিয়ার , প্রবাসী কল‍্যান সম্পাদক সোলেমান আলী , যুক্তরাস্ট্র আওয়ামীলীগ নেতা আলী গজনবী , আক্তার হোসেন ,জালাল উদ্দিন জলিল, মহানগর , সহ সভাপতি সাখাওয়াৎ হোসেন চন্চল , কানেক্টিকা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী সংগঠনের মূখ‍্য সমন্বয়ক ও স্বেচ্ছাসেবকলীগের সাবেক কেন্দ্রীয় কার্যকরী সদস্য আব্দুল ওহাব জোয়ারদার , যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন ,স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কার্যকরী সদস‍্য কামাল হোসেন রাকিব, সাবেক সহ সভাপতি হাসান জিলানী , সভাপতি এইচ এম ইকবাল , সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জিলানী ,মহানগর আওয়ামীলীগ নেতা শিবলী সাদিক , যুবলীগ নেতা জামাল হোসেন ,জাহিদুল ইসলাম ,মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা রুমানা আক্তার , জাতীয় বিশ্ববিদ্যালয় সাবেক ডিপুটি রেজিস্ট্রার আব্দুল খালিক , ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান , হ্রদয় মিয়া ,সাওণ , কাউসার , রাজু , সুজন , রুবেল , নাঈম , নয়ন , জয় , রায়হান , স্বপন সহ আরো অনেকে ।

Screenshot
Screenshot

Leave a comment

Trending