https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

নিউইয়র্ক প্রতিনিধি ঃ অন্তভর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছাবেন। এ সফর ঘিরে নিউইয়র্কে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। যুক্তরাস্ট্র আওয়ামীলীগ তাঁর বিরুদ্ধে বিক্ষোভ ও কালো পতাকা পদর্শনের কর্মসূচি নিয়েছে ।

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাস্ট্রে এটি তাঁর প্রথম বিদেশ সফর। তিনি ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখবেন এবং ওই রাতেই ঢাকায় ফিরবেন।তবে তার এই বক্তব্য রাখার বৈধতা চেয়ে ইতিমধ্যে রাশিয়া , ভারত ও চিন জাতিসংঘের কাছে ব্যাখ্যা চেয়েছে । কারন তাদের মতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন নি । তাহলে তিনি কোন বৈধতায় জাতি সংঘে ভাষন দিবেন । এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা আলোচনা ।

যুক্তরাস্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ড. ইউনূসের সফরের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন ।তিনি জানান তারা ড. ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে নিউইয়র্কে বিক্ষোভ করতে যাচ্ছেন একই সাথে তারা কালো পতাকা প্রদর্শন করবেন ।

যুক্তরাস্ট্র আওয়ামীলীগের কর্মসূচি নিয়ে আলাপ কালে যুক্তরাস্ট্র আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক ও আব্দুল হাসিব মামুন আমাদের প্রতিবেককে জানান , তারা ড. ইউনুস নিউইয়র্কে আগমনের দিন থেকে ফিরে যাওয়া পর্যন্ত তার প্রতিটি কর্মসূচির প্রতিবাদ জানিয়ে সভাস্হলে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন করবেন । তারা ২৩ তারিখে জে এফকে বিমান বন্দরে যুক্তরাস্ট্র আওয়ামীলী , স্টেইট , সিটি সহ সকল সহযোগী সংগঠনকে সাথে নিয়ে ঐ দিন রাত ৮ টা থেকে বিমানবন্দরে অবস্হান করে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন করবেন । তারা ঐ দিন গ্রান্ড হায়াত হোটেলের সামনে একইভাবে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন ও ২৭ তারিখে জাতি সংঘের সামনে ব্যাপক বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন করবেন । জনাব আব্দুল হাসিব মামুন সবাইকে যথা সময়ে উপস্হিত থেকে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান । তিনি আর বলেন , যেখানেই ড. ইউনুস যাবেন সেখানেই তাকে প্রতিহত করা হবে ।একই সাথে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ( দক্ষিন )ও পশ্চিম অন্চল তারা ও যুক্তরাস্ট্র আওয়ামীলীগের কর্মসূচির সাথে মিলে তাদের কর্মসূচি ও ঘোষনা করেছেন , দক্ষিনের সভাপতি মোল্লা মো ফজলুর রহমান ও সাধারন সম্পাদক মোহাম্মদ আলী মানিক একই কর্মসূচি ঘোষনা করে ড ইউনুসের সকল কর্মসূচি প্রতিহত করার ঘোষনা দিয়েছেন ।

একই সাথে নিউইয়র্ক স্টেইট আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক বীর মুক্তিযুদ্ধা মজিবুর রহমান মিয়া ও শাহীন আজমল তারা ও নিউইয়র্ক স্টেইটের পক্ষ থেকে অভিন্ন কর্মসূচি ঘোষনা করেছেন । তারা জানিয়েছেন তারা ঐ সকল কর্মসূচিতে ব্যাপকভাবে অংশ গ্রহন করে ড. ইউনুসের সকল কর্মসূচি প্রতিহত করবেন এবং কালো পতাকা প্রদর্শন করবেন । একই ভাবে যুবলীগ , স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সকল কর্মসূচিতে অংশ নিয়ে ড ইউনুসের সকল কর্মসূচি প্রতিহত করতে নীজ নীজ সংগঠনের নেতা কর্মীদের প্রতি জুড়ালো আহ্বান জানিয়েছেন ।

ড. ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনি ও আন্তর্জাতিক সংস্থার নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি, বাহরাইনের ক্রাউন প্রিন্স হামাদ বিন ঈসা আল খলিফা, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুসহ অন্যান্য নেতৃবৃন্দের সাথেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

Leave a comment

Trending